বস্ত্র যে তার ছিন্নভিন্ন ময়লা জড়ানো শাল
অস্পৃশ্য অসুচি হয়ে রয়েছে সে দীর্ঘকাল।
নোংরা পোশাক, জড়িয়ে রেখেছে জীর্ণ দেহে
সমাজের সৃষ্ট, নিচু জাতের নিচু মোহে।
শোষণের কাছে শোষিত হয়ে ,
দাড়িয়ে রয়েছে মাথা নুয়ে,যায়নি তবে সরে,
কর্তব্যের হাত ধরে চালিয়ে যাচ্ছে কাজ,
লোকে বলে তারা নাকি সমাজের অগোছালো সাজ।
সবার কোথায় কান না দিয়ে,পথের ধারের ময়লা ধুয়ে, করছে আপণ কাজ, তা তাদের নিজ নিজ সাজ।
তুমি বিনা কেমনে শুচি, থাকতো পড়ে সব অশুচি
তবে কেনো লোকে ছায়া মাড়লে কহে ছি ছি।
দৃষ্টিভঙ্গির যত খেল, কর্মে বিচার করে মেল,
ভেবে দেখ তারা না থাকলে,
জঞ্জাল সব থাকতো পড়ে অবহেলে,
গন্ধে আবর্জনায় প্রাণ হারাতো সব অকালে।