বিজয়িনী, তিলক ধারিনী গম্ভীর তব রূপ,
শ্বেত বরণী, হৃদয় হারিণী বিস্তৃত এক কূপ
জাগরিত এক অগ্নিশিখা স্বল্প মাত্র লেশ,
তোমার উন্মুক্ত ওই গভীর কালো কেশ।
নেত্র হেন, বিরাম কেন হে বিজয়িনী,
হৃদয় তোমার, অরণ্যের এক তরুণ হরিণী।
কল্পনাতে দেখিয়াছি, বাস্তবে কে জানে,
তবে কোমল নিরব ভাব, আছে তোমার মনে।