তুমি দুর্বল ভীরু, স্পিত কোণঠাসা তল
তুমি মৃত নিস্তেজ আগুনের একফুলিঙ্গ দল
তুমি গতিহীন শান্ত নদীর ঘোলাটে জল
তুমি দুর্বল ভীরু, কাঙ্খিত মনোবল।
তুমি দুর্বল! তুমি দুর্বল! তুমি দুর্বল!
দুর্বল!
আমি দগ্ধ হলাহল
আমি তুমুল ধ্বংসের নিশংস দাবানল
আমি শান্ত সুরে এই আকাশে,
ঝড় আনি ওই বৈশাখ মাসে
দূর হতে কালো মেঘ আসে, বালি ধুলা চারিদিকে ভাসে
বাধা দেয় কারা, আমায় বাধা দেয় কারা
আমি নিত্য পাগল পারা।।
আমি দুর গগনে উল্লাস করি প্রতিক্ষনে
সিংহের মতো গর্জন করে নিজ মনে,
আমি গতিহীন সেই শান্ত নদীর অতল গভীরতা
আমি যোদ্ধার ভিড়ে বেড়ে ওঠা ছোট্ট তরুলতা।
আমি ভাস্করের ওই জ্বলন্ত শিখা ভস্ম করি কঠিনতা ক্রোধের আগুন পাঁজোর তলে,বাইরে শুধুই শীতলতা।