তরুণ শিরাই রক্ত উঠেছে এবার রুখে কাদের বল
সত্য, নতুন আলোর পথে আমরা চলিবো চল।।

মোদের আগুন আনিবে ফাগুন না শীত না বর্ষা জল
সত্য নতুন আলোর পথে আমরা চলিবো চল।।

পথভ্রষ্ট রে পথ দেখাবো দুখিনী মায়ের মোছাব জল,
ললাট লেখন ছিন্ন করিয়া, আমরা লিখিবো ভাগ্যফল।

দুর্গম পথে আমরা হাটিবো মানিবো না তাও মনের হার,
মোদের দেখে আসবে ছুটে আরো কত নবজোয়ার।

তরুণ শিরাই রক্ত উঠেছে এবার রুখে কাদের বল
সত্য, নতুন আলোর পথে আমরা চলিবো চল।।

সকলকে আজ সঙ্গী করিব রাখিব না আর বর্ণ ছাপ,
বিভেদ ভুলিয়া আপন করিয়া শত্রুদেরও করিবো মাফ।

মরুময় মাঠে ফসল ফলাবো শক্ত করিয়া ধরিব হাল,
  নদীর অজান স্রোতের বুকে আমরা খুলিবো তরীর পাল।

তরুণ শিরাই রক্ত উঠেছে এবার রুখে কাদের বল
সত্য, নতুন আলোর পথে আমরা চলিবো চল।।