নিখিল কৃতি রণ
নিদারুণ মতি বন
তীর পাড় প্রাণ ভরা
অবিরল উচাসিত মাতোয়ারা
শোভিত সভা স্ফোটিক তুল্য
চিরহরিৎ চিরো প্রফুল্ল ।
গুঞ্জিত শত সিঞ্জিত ভাসে,
নভোনিল ঘাসে কল্লোল পাশে
শিশির প্রান্তে সমাগম ত্রাণ,
উজ্জ্বল কত শিহরিত প্রাণ।।
দীপ্ত দীপ্ত নগর তৃপ্ত;
উদিত করো কান
সিক্ত সিক্ত তিমির রিক্ত,
আগত কোন তুফান।
কে আছ অমর দুলিত সমর
নিবারণ কর সার;
ধেয়ে ধেয়ে আসে যক্ষ নিকটে
নিয়ে চলো ওপার...।
দম দম দম নিকষ দম্ভে সুভ্রাম চলে,
শীর্ণ জীর্ণ সজীবন তলে;
বাহুবল তার ইন্দ্রি করনি
বর্ণ ধূসর বিকট ধরণী..।
শণ শণ শণ পবন উতলা,
চারুর রক্ত শোভিত শীতলা।
গর্জ বিকট গাত্র ছাড়িয়া,
বলয় ছিন্ন মন্ত্র মারিয়া,
জ্বলে উন্নত দীপ্ত শিখায়
ধ্বংস সীমার অসীম রেখায়।
চারদিকে শুধু হাহাকা ছোটে,
নির্বিকার নির্মম মতে;
নিষ্প্রাণ করে সব।
সময় আবার সজীব করিবে উঠিবে কলরব.....।