আগমনীর গান ভাসে, সকালের মেঘলা আকাশে
চারিদিকে শুধু শিউলি ফুলের সুভাষ।
হালকা শীত গায়ে লাগে, পুরনো স্মৃতি মনে জাগে
পড়ে থাকে শুধু গভীর দীর্ঘশ্বাস।
সারাদিন শুধুই বৃষ্টি, নরম ভিজে শীতল মাটি
গাছ আঁকড়ে ওঠে তরুর সখী।
এই সুন্দর মুখরিত দিনে, অভিমানী; বিষন্ন মনে,
তুমি কোথায় আছো রাখী?