শরতের মেঘে উল্লাসের বেনু বাজে,
ধরণী নতুন রূপে সাজে।
নির্জন বনে কেহ নাই,
বাতাসে তোমার নাম ভেসে যায়।

তোমার দিগ্বিজয় ঘোড়া ছোটে,
সুন্দরতার কথা রটে।
এ পথ যে দুর বহুদূর..
চারিদিকে থাকে শুধু রাখীর সুর।