অবকাশহীন প্রান্তরে কোন এক নিভৃত সন্ধ্যায় ,
বিবর্ণ শীতে তরুতল জির্ণ মৃতপ্রায়;
দূর-বন হতে এসেছিল উদাসী বাঁশির সুর,
রাখাল হারিয়েছিল কুড়িয়ে পাওয়া সোনার নুপুর;
ধুম্র ধূসর কুয়াশা চারিদিক,অন্ধকার গভীর
মাঝি বেঁধে গেছে তরী শান্ত নদীতীর;
বিষন্ন পথে যখন উড়েছিল চিন্ময় পাখি,
সুদৃশ্য রক্তিম সাজে এসেছিল রাখী।