উপচে পড়া নবীন স্রোতে, শিক্ষার এই অগ্রগতির সাথে
ওইযে দূরে কিছু নারী, বসে বসে পরিবর্তনের মালা গাঁথে।
দিবাসন্ধ্যা কর্মের খেলায়,নারী নাকি দাসীর মেলায়      
অশ্রু যে তার ঘোমটার নিচে শুকিয়ে যায় শাড়ির কোচে।
    
কেউবা করে সন্তানের শোক,না পেলে তা নারীর দোষ,
আঙুল উটে তার উপরে, প্রশ্নের বোঝা ঘাড়ে ঘাড়ে।
কোলে কন্যা সন্তান এলে, বলবে তারা করুন সরে,
পারলি না পুত্র দিতে, বংশ কি এবার উঠবে লাটে?

দুঃখিনীর এই শোষণের কথা, নির্যাতিত মনের ব্যথা
তুলবে বা কে সবার কাছে, নিজ নিজ কাজের ফাঁকে।
মনের মধ্যে জাগে বোদ, নিতে হবে অন্যায়ের শোধ
শত প্রশ্নের বিরুদ্ধে আমার প্রতিবাদের কলম ছোটে।