মেলবন্ধনের কয়েকটা দিন,
জাতপাত সেথায় হয় ক্ষীণ।
বৈষম্য কে তুচ্ছ করে,সবাই মিলে হাত
পেতে নেয় খুশির ঋণ।
চারিদিকে এক চিত্র ঘটে,আনন্দ মুখর কানাই ছোটে,
খোল,কত্তালে শব্দ শুনে, অনেক বর্ণ ছুটে আসে।
সেই পবিত্র স্থানে,
থাকে না বিভেদ না কোনো বিচার,
মেতে ওঠে সবাই, করে হরি নামে প্রচার।
ছেলে বুড়ো সব একি দলে,
নিত্য করে পূণ্যস্থলে, ক্ষনিকের জন্য
সমস্ত বিভেদ দেখো, বইছে গঙ্গার জলে।
নামের শেষে যে যার বাড়ি, নিজ কর্মে গড়াগড়ি,
বোধেহয় ভগবানও ছুটি নিয়ে,
ফিরেছে তার নিজের বাড়ি।
সকল শান্তি মন্দিরের দ্বারে,
বাইরে তো শুধু বিভেদ ঘোরে,
জীবন চক্রের ঘূর্ণিপাকে বৈষম্য আবার ঘুরে আসে।