কেমনে বিলীন হলে, অকাতর নিশি তলে
তোমারে খুঁজিতে গেল সারা বেলা।
সারাদিন উত্তেজনা, কোনো কাজে মন লাগেনা
জানো; নির্জন হয়েছিল এই মেলা।
জগৎ স্তব্ধ ছিল, অন্ধকার বিষণ্ণ কালো;
ঘিরে ছিল চারিদিক গম্ভীর জড়তা।
জানিনা কি মনে, অস্থির অভিমানে;
বিলীন ছিলে তুমি স্বাগতা।