পাশাপাশি মাটির ঘর,দূর হতে ফাঁকা প্রান্তর
গরুর পাল ছুটে যায়, রাখাল ছেলে শিষ কুড়াই।
সোনার স্রোতে ঢেউ খেলে যায়,
গরুর গাড়ি দিক খুঁজে পাই,
সে সব কোথায়, ধোঁয়াশায় মিলায়ে যায়।

খেলার মাঠে কত ভিড়,বটতলায় বুড়োদের নীড়
সেই স্মৃতি মনের কোণে, নাড়া দেয় কোন গোপনে
আম গাছেতে ছেলের দল, বাবুর বাগান পাড়ে,
দারোয়ান ক্ষিপ্ত মনে আজও খুঁজছে যেন কারে।

ছবিগুলি এক কোণে জমে রয়েছে স্মৃতির বনে
আজও ফিরে যাই ছেলেবেলার আঙিনায়,
বাবার সাথে নৌকা চড়ে, নদীর সাথে কথা বলে,
দূর দিগন্তে দি পাড়ি,আবার কোথাও
অতীত থেকে দিনগুলিকে কাড়ি।