কে করিবে পরাজয়
রণ সাজে সেজেছে আজ বীর রণবিজয়;
আকাশ ঘিরেছে রক্ত মেঘে নিশ্চিত আছে জয়
ভয়ে ভয়ে কাঁপে সৈনিক দল এসেছে রণ বিজয়
এসব দেখে দলপতি কয়
কে রণবিজয়?
রণ বিজয়!

ওই দূরে আকাশে দেখো রক্ত রক্ত মেঘ
দেখো বেড়েছে বায়ুর বেগ,
চল চল ওই দেখ আসে শত শত তুরঙ্গের দল
দশ হাতির সমান রণ বিজয়ের বল।

এসব শুনে ক্ষিপ্ত মনে দলপতি কয়
কাপুরুষের দল যা যা ধরে থাক মায়ের আঁচল
আমি দলপতি, এই নিশির অন্ধকারে একমাত্র জ্যোতি
আসুক রণ বিজয়, বীরের কি বা ভয়
এই তীক্ষ্ণ তরবারি আনিবে মহামারী ধ্বংস হবে তার সৈন্যদল।

দেখতে দেখতে লাল ধুলাই ঘিরিলো চারিদিক
দলপতি নির্ভীক, শক্ত শিলার মতো গম্ভীর
রণ বিজয় অহংকার চোখে দলপতির সম্মুখে,
  দলপতি শান্ত করিব তোর গতি !

তারপর
তুরঙ্গে তুরঙ্গ মেলা, রক্তারক্তির খেলা
প্রাণ যায় হাহাকার কি ভীষণ চিৎকার ঢং ঢং শব্দ আসে দুই তরবারি হতে, দাবানল লাগে এই রনপ্রাতে, লোহার রথ কি স্বর্ণে মোড়া ধ্বংস হয় সব হয় গুঁড়া।
হটাৎ এক বজ্রঘাত রণবিজয়ের শূন্য হাত
রণ বিজয় পরাজিত, দলপতির দেহ হতে জল ঝরে রক্ত মিশ্রিত
চারিদিকে বিজয় ধ্বনি দলপতি মধ্য মনি চেঁচিয়ে বলে; কোথায় গেল তোমাদের বীর রণবিজয়
  এ দলপতি এই রণভূমির বিজয়।