দূর হতে আসে ভেসে আহ্বান সুর
জ্যোৎস্নার সাথে হাত ধরে কে গো যায় যেন বহুদূর ।
নিক্কন যেন সুরভিত তার , যেন অতলের বারি -
সাগর ফেনিল মাঝে যেন কে গো
ধ্বনিরে নিয়াছে কাড়ি ।
আকাশ-কুসুম মাঝে মৃদু বাঁশি বাজে
সন্ধ্যাতারার মায়ামরীচিকা মাঝে ,
শীতল কমল মাঝে বিন্দু - কৃষ্ণ জল
যেন কিছু বলিবারে যায় -
শতদল হেসে উঠে কুমুদ কানন মাঝে তারে আপনার করি চায় ।
সর্পের মণি দেয় তার দ্যুতি চন্দ্রালোকেরও মাঝে ,
তবু রাতপাখি সাড়া দেয় তাহে মৈথুনের লাজে ।