নিশীথ রাতে তারার সাথে জ্যোৎস্না আলোর খেলা -
চাঁদের বুড়ি ঘুমের দেশে চরকা কাটে সাঁঝ বেলা ।
পাখির ছানা অবাক মানে মেঘপরীদের দেখে ,
সোনার কাঠি বদলে যে চাঁদ রুপার কাঠি রাখে ।
কল্পশাখে ভরিয়ে তুলি রাজকন্যার আঁখি -
শীতল হাওয়ায় অবশ করি , নিদ্রা দিয়ে ঢাকি ।
খোকন সোনা চাঁদের কণা একরত্তি ছেলে ;
পক্ষিরাজের বেশ ধরে সেথা গেল অবহেলে ।
রাজপুত্রের ঘুচল আবেশ পক্ষিরাজের সাজে-
চললো সে যে রাজকন্যার ঘুম ভাঙ্গানোর কাজে ;
রুপার কাঠি সোনার কাঠি - যেই না বদলে ফেলা ,
স্পষ্ট হলো সোনার আভা , সাঙ্গ রাতের খেলা !