প্রণয় তোমার সার্থক প্রিয় , লাজের গোপন পথে
কি অকারণ প্রেম বরিষণ  !
হেমানলে জ্বলে জ্বালা-মরিচিকা , আত্মগোপন ওই পথরেখা -
বিহ্বল তব চিত্ত পাথারে অন্যায় ন্যায় কত বিভীষিকা -
উঠিলে গগনে রবি ,
মুগ্ধ সে মনছবি
নয়নবারিতে হেরি কর দরশন !



প্রভাতে কাকলি কবে , " এসো প্রিয় সখা তবে ,
আরবার কর আলাপন !
মধুর বিধুর রীতা, স্তব্ধ সে কালচিতা -
আরবার মনপারে স্মর তারে, ওগো মিতা ;"
জানি প্রিয় ছলিবে ছলনা পরে,
তবু  এক লহমারও  তরে -
মন যে গো চায় প্রিয় তব পরশন !



আশার এ নেশাবারি শুধু শুধু মধু হয় হায়-
নিশিদিন আধো জাগরণ !
স্বপনের পার তরে, আনিছ না কেন মোরে -
কেন যায় বৃথা দিন- আলোক বৃত্ত সরে -
নেশা হেন যাবে টুটে ,
প্রাণ ভরে নেব লুটে ,
আমার জীবন হারা সুরের সাধন !