এক একবার মনে হয় এ জীবনে দুঃখের কবিতা আর লিখবো না
হাতের আঙুলে আর কোনদিন জড়াবোনা বেদনার কোন শ্লোক
ধাবমান অশ্বের খুড়ের শব্দ শুনতে পাবার তুমুল আকাঙ্ক্ষা
হলুদ জীবনাবাস, পাথরের ন্যায় ঠাঁই দাঁড়িয়ে থেকে কানামাছি খেলা
এবার এসব হেয়ালিপনা জীবনের অবসান ঘুচিয়ে বিপ্লবী হবো।
দ্রোহের সাম্পানে পাড়ি দেবো অসংখ্যবার আগুনের নদী
দূরে আরো দূরে আরোহন করবো মুকুটহীন কোন সম্রাটের সিংহাসনে
এরপর কবিতা তোমাকে লাল গালিচায় অভিবাদন জানাবো!
প্রিয়তমা, আমাকে ডেকো না আর ভালোবাসা কিংবা কামের জন্য
আমি একা নয় যুদ্ধ যুদ্ধ খেলা করা এ আজব সংসারে
কি দারুণ জমেছে ক্রোধের অগ্নি বৃষ্টি! শত শত যুবকের চোখে
যদি ফিরে আসি দেখা হবে কবিতার মিছিলে তোমার শহরে।
সেদিন আমাকে শুধু দিওনা ফিরিয়ে, প্রিয় ঘুম ক্লান্ত চোখে
তোমাকে ডাকবো প্রিয়তমা সেই অনন্য বসন্তময়ী আগমনীর দিনে।