পলাতক সৈনিকের বেশে ঘুরি ফিরি
নিজেকে আবিষ্কার করি পূর্বের আস্তানায়
কোনোভাবেই উৎরতে পারিনা নিজেকে
বরফ শীতল হাওয়ায় পড়ে থাকে কঙ্কালসার
স্মৃতির অতলে পড়ে থাকা মস্তিষ্কের উদ্ভট মিথ
নিয়ে যায় করুণ বিষাদ এক অসমাপ্ত উপাখ্যান
কি যেনো থেকেও নেই অন্তরালে ঘুন পোকা
বেঁধেছে বাসা অস্থি মজ্জার সাড়া অসার শরীরে
আগুনের নদী সাঁতরাতে পারলে তবেই একদিন
ভাঙতে পারে জমে থাকা সেই হিম শীতলতা
অথবা জানবে'না কি কারনে ফিরে আসি বারবার
একই সমান্তরালে হাঁটতে থাকি গোলকধাঁধায়।