বেলা অবেলায় লেখা

তোমার সহজ চোখে পড়তে পারো না ছোট্ট হৃদয়ের ব্যাকুলতা
অথচ কি সহজে পড়ে ফেলো ব্যাবিলনের উদ্যানের নৈসর্গিকতা।
আকাশের কোলে পৃথিবী ঘুমায় রাতে আর আমি রাত জেগে  মোমের আলোয়
চোখ রাখি মেসোপোটেমিয়া থেকে সিন্ধু সভ্যতার ধূসর বিবর্ণ পাদদেশে।
আলোকোজ্জ্বল সেই সব বহু সন্ধ্যা শেষে তুমি এসেছো অন্ধকারে
নিশীথ কুন্তল পথে ছায়া হয়ে আমাকেই পেলে অবশেষে তোমারই পাশে।
ফারাওরা মমি করে রেখেছে আত্মারা যেনো শান্তি পাই পিরামিডে
আমিও চোখের নোনা জলে স্মৃতিকে জাগিয়ে দিয়েছি দিয়াশলাই জ্বালিয়ে।
কতদিন দেখা নাই প্রিয় সেসব মুখের চোকিত চাহনির আবেদন
সাদা সাদা নরম হাসের ডানায় ঘুরেফেরা কৈশোরে দুরন্ত শিকার।
সেসব সময় ফেলে এখন নগরের কোলাহল শেষে বিধ্বস্ত নাবিকের মতো
ফিরে আসা আমার স্বপ্নের কাছে যা দেখে নতুন করে ভোর আসে।  
অমন সহজ চোখে পড়তে পারো না বেলা-অবেলায় লেখা কবিতার খাতা
একদিন কবিতা লিখবো না আর ইতিহাস হবো পড়ে নিও সহজ ভাষায়।
১২.০১.২৩