বেহেশতি তিরোধান-১
মাতাল শায়ের মশগুল হয়ে লিখি দিওয়ানা
অতল সাগরে ডুবে গেলে রচি দুঃখের কাসিদা
তোমার নামের ওসিলায় দিই কাটিয়ে জীবন
একদিন পাবো তোমার দিদার এইতো আকিদা।
সরফ মিজান নাহুর ইলমে নই কোনো পটু
শুদ্ধ হলকে পারিনা সিফাত তথা মাখরাজে
ভুলে ভরা পদে বলি বালাগাত আর মানতিক
উপসনা করি এছাড়া অন্য নেই কোনো কাজে।
হেরেমে শরাব ঢেলে দেয়া নেই মায়াবী হরিণী
শূন্য মহলে পূরানো তখতে ধূলার কিতাব
এতো কাল নিজে তোমায় করিনি পড়ে তরজমা
কাছে এসে বুঝি তোমাকে ছুঁলেই হই মাহতাব।
তোমাকে পাবার সহীহ বাসনা ছিলো চিরকাল
পথের তফাৎ আসমান থেকে মাটি ব্যবধান
তামাম দুনিয়া ফেলে পৌঁছে গেলে সেই মনযীল
রুহ যেনো পাই সেই বেহেশতি ভরা তিরোধান।