একদিন মানুষ হবার জন্য
ইতিহাসের নিকট শরণাপন্ন হলাম
বের হলাম মারণাস্ত্র সঙ্গে নিয়ে
বৈপ্লবিক জীবনের জন্য সমবেত হলাম পতাকা তলে
শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করলাম রাজপথ।

একদিন মানুষ হবার জন্য
পথে পথে  ঘুরলাম সন্ত্রাসীর বেশে
মরুচারী বেদুঈনের মত গড়লাম তাবু
সাইমুম ঝড়ের মাঝেও বেঁচে থাকবার আশায়
উদ ভ্রান্ত যুবকের মত বাজালাম মোহন বাঁশি।

একদিন মানুষ হবার জন্য
আমার লোলুপ দৃষ্টিকে সংযত রাখলাম
নিজেকে সমার্পন করলাম স্রষ্টার দিকে
হৃদয়টাকে ধরলাম জ্বলন্ত উনুনে
আর নীলকন্ঠে গাইলাম বেদনার সঙ্গীত।

একদিন মানুষ হবার জন্য
উন্মাদ প্রেমিকের মত ভালোবাসলাম সৌন্দর্য
কত সহস্র রাত কাটালাম জোসনার নাভি মূলে
হাত দু টিকে প্রসারিত করলাম শূন্যোর দিকে
প্রবাহিত বাতাসে ভাসলো আমার যত দীর্ঘশ্বাস।

একদিন মানুষ হবার জন্য
তোমার ঠোঁট ফিরিয়ে মৃত্যুর ঠোঁটে করলাম চুম্বন
এভাবে কতকাল কেটে গেলো সত্যিকারে মানুষ হবার জন্য।