হাত ধরে চলতাম সোজা সেই পথে,
গোলাপি আকাশে রোদ উঠত মেতে।
হাতের খাতাটায় নাম লেখা থাকত,
নতুন বইয়ের গন্ধ মন মাতত।
সকালের হাওয়ায় মৃদু শিস বাজে,
খেলার মাঠ জুড়ে দৌড় জমে সাজে।
টিফিনের বেলায় গল্পের লেনাদেনা,
কখনো মান-অভিমান, কখনো বেড়াজাল বোনা।
চক দিয়ে বোর্ডে আঁকা সাদা রেখা,
স্যারের প্রশ্নে থমকে যাওয়া দেখা।
একটি ভুল মানেই খিলখিল হাসি,
হঠাৎ রাগ, আবার মিলনের বাঁশি।
পিছনের বেঞ্চেতে কত শত খাতা,
পেন্সিলের খোঁচায় কবিতার বারতা।
একটু দেরিতে পৌঁছালে দৌড়ে,
ভুলের জন্য শাস্তি, তবু হাসি জুড়ে।
রঙিন সে দিন আর ফেরানো কী যায়?
স্কুলের সেই মাঠে বসে চোখ ছায়।
চুপচাপ দাঁড়িয়ে স্মৃতিগুলো ছুঁই,
কতটুকু বদলেছি, কতটুকু রই?
আজও কি বাজে সেই ঘণ্টার সুর?
সেই মাঠ, সেই ঘর, সেই ছেলেমানুষ!
বেলা তো গড়ালো, সবাই গেল চলে,
তবু স্মৃতির খাতা রয়ে গেল খুলে।