ফাগুন এলে জেগে ওঠে রক্তঝরা দিন,
স্মৃতির পাতায় জ্বলতে থাকে শহীদের ঋণ।
মায়ের ভাষা রক্ষার তরে দিল যারা প্রাণ,
তাদের গল্প লিখে রাখি শ্রদ্ধারই গান।

কালো মেঘে ঢেকেছিলো ভাষার আকাশ তবু,
প্রাণের মায়া তুচ্ছ করে উঠল তারা কভু।
সালাম-রফিক, বরকত-জব্বার রক্ত দিলো হেসে,
তাদের ত্যাগে জাগল ভাষা শপথ অগ্নি বেসে।

বুলেট এলো, ঝরল রক্ত রাজপথের বুকে,
বর্ণমালা ছটফটিয়ে উঠল নীরব দুখে।
মায়ের মুখের স্নিগ্ধ ভাষা রইল প্রাণে জেগে,
শহীদের সেই অগ্নিশপথ ভাসল চোখের বেগে।

আজো গেয়ে যায় সে বাতাস শহীদের গান,
বাংলা ভাষা ভালোবাসার জ্বলন্ত প্রতিমান।
শহীদ মিনার মাথা তোলে গর্বিত বেশ,
বাংলা আমার, বাংলা তোর— চির অমলিন রেশ।

যে ভাষার জন্য প্রাণ হারালো এতগুলো প্রাণ,
সেই ভাষাতে রইবে জাগ্রত শহীদের আহ্বান।
বুকে আগুন, চোখে স্বপ্ন, পথ চলব তাই,
বাংলা ভাষার মর্যাদাতে দিবো জীবন ঠাঁই।

সূর্য যত উদিত হবে, ততই বাজবে সুর,
বাংলা ভাষার অমর রবে জয়ধ্বনি মধুর।
এই ধরণীর বুকে রাখি শহীদের সেই দান,
রক্ত দিয়ে লেখা হলো ভাষার ঐতিহান।


- একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবের দিন, ভাষার জন্য প্রাণ দেওয়া বীরদের স্মরণে শ্রদ্ধার দিন। সালাম, রফিক, বরকত, জব্বারসহ অগণিত শহীদের রক্তে লেখা হয়েছে বাংলা ভাষার ইতিহাস।

তাদের ত্যাগ আমাদের শিখিয়েছে নিজের অধিকার ও সংস্কৃতির জন্য লড়াই করতে। আজকের দিনে শপথ নি—বাংলার মর্যাদা রক্ষা করব, শুদ্ধ চর্চা করব, শহীদদের স্বপ্নকে বাঁচিয়ে রাখব।

বাংলা ভাষা আমাদের পরিচয়, একুশ আমাদের অহংকার!