নিশ্চুপ দেয়ালে বেদনা ময় শিলালিপি,
নির্জীব প্রহরে কংকালসার প্রতিচ্ছবি।
রক্তাভ বিকেলে রৌদ্রের ক্ষরণ,
ভগ্ন সত্তার শিরায় শিরায় উত্তরণ।

স্পন্দনহীন বুকে চূর্ণ স্বপ্নের স্তূপ,
কালচক্রে বন্দি নৈরাশ্যের ধূপ।
বিষাক্ত শ্লেষ ঝলসে যাওয়া ক্রোধ,
অস্পষ্ট আয়নায় পরাজয়ের মোহ।

চোখের গভীরে পুঞ্জীভূত শূন্যতা,
নিসর্গে বয়ে যায় বিবর্ণ ব্যাকুলতা।
নিঃশব্দ প্রতিধ্বনি আত্মার গহ্বরে,
ধ্বংসের আগুন দগ্ধ করে অন্তরে।

নিস্তেজ আঙিনায় মৃত্যুর মিছিল,
ভগ্ন স্বর লিপিতে শোক সংগীত ধীর।
স্মৃতির ধুলায় নিমজ্জিত অতীত,
প্রলয়ের ছায়ায় গুমরে ওঠে গীত।

অসীম ক্লান্তিতে বিলীন হয় অবয়ব,
নিয়তির কণ্ঠে নীরবতার অনুরণন।
সীমাহীন বেদনায় কাঁপে অস্তিত্ব,
প্রতিটি নিঃশ্বাসে জমে বিষাক্ত বিবর্তন।