কতো কিছুই তো পৌছায়
তোমার কাছে,
মৃদু বাতাস স্পর্শ করে তোমার শরীলকে
টের পাও তুমি শীতের আগমন
বুঝতে পারো ঠিকি শব্দের ক্ষন
সবকিছুই পৌছায় তোমার কাছে।
এই যে আমার মন খারাপ থাকে
সারাক্ষণ থাকি চুপচাপ,
বিষন্নতায় কাটে দিনরাত
মনের মধ্যে কেমন জানি
তোমাকে পাওয়ার আকুলতা
ভেতরে ভেতরে করি আর্তনাদ।
সেগুলা কি পৌছায় না?
তোমার মন সীমানায়?