অহন আর তোমারে হারানোর ভয়ে
কলিজা টা মোচড় মাইরা উঠে না
যেই হৃদয়ে যত্নে দরদ দিয়া গেছো
সেই হৃদয়ে আর খুশির ঢেউ উঠে না

ম্যালাদিন তোমারে দেহি না,
মিনিটে মিনিটে যেই তোমারে
দেহার লাইগা চটফট করতাম
সেই তোমারে দেখার ইচ্ছা ও জাগে না,

যেই চোখ তোমারে দেখার লাইগা
অপেক্ষায় থাকতো সারাক্ষণ
সেই চোখ জোড়া এখন দিনরাত
করে অশ্রু বিসর্জন

তোমার সৌন্দর্য বর্ণনা করার জন্য
যেই কণ্ঠে থাকতো অবাধ ব্যাকুলতা
সেই কন্ঠ ও এখন আর কোনো
আওয়াজ বের করতে চায় না,

ভাগ্য আমার খারাপ
সে কথা কখনো বলবো না
তবে সৃষ্টিকর্তার থাইকা কাউকে বেশি ভালোবাসলে
সত্যি, তারে আর পাওয়া হয় না