তুমি যত্নে রাখলে
আমার হাতের লেখা কাগজটা
যে কাগজে একলাইনে লিখা ছিলো
তোমায় ভালোবাসি

পরম যত্নে ডায়েরির বাজে রাখলে
আমার দেওয়া গোলাপ ফুলটা।
যে ফুল প্রথম তোমায় দিয়ে বলেছিলাম
তোমায় ভালোবাসি

তোমার মাঝেই ছিলো আমার আনন্দ  ,
যা এখন  অনেকটা স্বপ্নের মতো।
তুমি যখন দেখেছিলে, বিশ্বাসের রংয়ে,
আমি ছিলাম সেই রঙের এক খণ্ড।

যত্নে রাখা সব স্মৃতি
যেন এখন প্রহেলিকা,
আমার এ হৃদয় জানতে চাই
তুমি কি আর কখনও ফিরবে না?

আমাদের কি আবার মিল হবে
যে ভালোবাসার অঙ্গনে ছিলাম দুজনে?

আমার দেওয়া সবকিছুই রাখলে
রাখলে না শুধু আমাকে!