আমি আর তুমি পাশাপাশি হলেই
প্রহর কেটে যায় তাড়াতাড়ি
বলার থাকে অনেক কথা
যা থেকে যায় বাকি!
তুমি আমার সাথে থাকলে
ঘন্টার সময় কেটে যায় চোখের পলকে
তোমার সাথে পা মিলিয়ে হাটতে পারলে
রোদ্দুরেও ভীষণ শান্তি লাগে মনে।
চাদর জড়িয়ে কুয়াশার ভোরে
তোমার শীতল হাতে হাত রাখলে
পরম শান্তি লাগে মনে
দূরে তুমি তবু তোমার কথা
ভাবতে থাকি প্রতি ক্ষনে
তোমার হাসি যেন ভোরের রোদ,
দেখতে বেজায় ভালো লাগে,
যতবারই তোমায় দেখি,
আকাশের নীলে নতুন তারার মত লাগে।
তুমি পাশে থাকলে সারা দুনিয়া ভুলে যাই,
কখনো তো মনে হয়, সময় যেন থেমে যায়,
তোমার স্পর্শে যেন সব কিছু সুন্দর,
দুঃখের মেঘ ছুঁয়ে চলে শান্তির বর্ষণ।
তোমার কাজল চোখে হারিয়ে যাই ,
একটুখানি ভালোবাসায় ভেসে যাই,
আমার জগত তুমি, তুমি ছাড়া কিছু নয়,
আমার শুধু ইচ্ছে করে
তোমার হাত ধরে, জীবন পাড়ি যেনো হয়!