আমি বড্ড অভাবে আছি
অভাবে পাল্টাছে ক্যালেন্ডারের সময়
বুঝতে পারছি শূন্যতায় আমি
শুন্যের মাঝে আমার শহর।
বুকের বা পাশের অভাব মিটাতে
একটা তোমার ভীষণ প্রয়োজন,
যদি তুমি আসবে বলো
হৃদ মাঝারে করবো আয়োজন।
সস্তা শহরে সস্তা আমি
আমাকে একটু ভালোবাসা দাও
আমায় তুমি রেখে দিয়ে
আমার কাছে তোমায় দান করে দাও!