আমি চাই,
তুমি আমার আফসোস না হয়ে পূর্নতা হও,
দুনিয়া বিক্রি হয়ে গেলেও তুমি আমার হও,
আমি চাই,
কেউ আমাকে না বুঝোক,
তবু তোমার মনে আমায় নিয়ে সন্দেহ না হোক
আমি চাই,
তুমি আমার সবকিছু যেনো বুঝো
ভিন্ন কাউকে নয়,
আমাকেই ভিন্ন ভাবে ভালোবাসো।