আমার প্রয়োজন তোমার একটা আলিঙ্গন
যা পেয়ে শান্ত হবে আমার এ মন

ভেতর এ যতো ক্ষত আর বেধে আছে যতো শোক
আমি চাই তোমার একটা আলিঙ্গনে তা দূর হোক

কোলাহলে ভরা এই শহরের অলিগলি তে শুধু ক্লান্তি
সবার ভীড়ে তুমি হলে আমার মানসিক শান্তি

বেদনার নীলে ডেকে যাচ্ছে যেই শহরে
তুমি আমায় আগলে রেখো আলিঙ্গনের চাদরে মোড়ে!