মোরা সাচ্চা মুসলমান,
করি শান্তির আহ্বান,
হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান,
মানুষ সবাই সমান।

মোরা প্রিয় সৃষ্টি সবাই,
সুমহান আল্লাহর,
ন্যায় বিচারে রইবো রবে,
সমাজ পরিবার।

ধর্ম কর্ম একে অপরে,
যাও যাবে সবে করে,
ধর্মে ধর্মে সেতু গড়ে,
সুখী জীবন তরে।

সত্য ন্যায়ের অতুল রুপে,
সঠিক পথের শান্তি-সুখে,
আপন পর সবার আপন,
গড়বে সবে শান্তি কানন।

আরিফ শামছ্
১৭-১১-২০২০
রমনা, ঢাকা।