অশ্লীলতায় সয়লাব কেনো আজ সুন্দর বসুন্ধরা!
কেনো কথা, কাজে, অঙ্গে ভঙ্গে, অশ্লীলতার মহড়া?
পোশাক-আশাকে, চলনে-বলনে, অশ্লীলতার প্রকাশ,
সুর,গানে, কাব্য-কবিতায় ললনার অশ্লীল আভাস!
ফেইসবুক, ইউটিউব সকল স্যোসাল মিডিয়ায়,
অশ্লীল শব্দ, ছড়া, কবিতা, গান, নাটক, সিনেমায়,
কেনো এত্তো ঘটা করে অশ্লীল আয়োজনে ব্যস্ত সবাই,
লজ্জা শরমের মাথা খেয়েছে বুঝি!তাই বুঝা আজ দায়!
কে বা কারা দাঁড়াবে বলো! ভাসছে বান অশ্লীলতার!
কেউ রবেনা, সিনা টান করে চলো দাঁড়ায় আরেকবার।
ওদের ব্যবসা, লাভ মুনাফা কমে যাবে পিছে রয় বারবার,
চলো বিনাশ করি, নিশানাবিহীন, সকল অশ্লীলতার!
সস্তা দরে, বস্তা ভরে, লাইক, ভিউ, কমেন্টস পেতে,
লাজ শরমের বস্র খুলে, বেহায়ার পসরা সাজায় পথে!
ইন্টারভিউর নামে, নির্লজ্জ ভঙ্গিতে, বেহায়ার অট্ট হাসি,
অশ্লীল শব্দোচ্চারণ, নাচন-কোদনে, লজ্জার চলে ফাঁসি।
এ কেমন পৃথিবী! রুচির দুর্ভিক্ষ! গ্রাম শহর পথে প্রান্তরে,
সলাজ হাসি, বিনয়ী, নম্র, ভদ্রতার আকাল পড়লোরে!
কোথায় এসবের শেষ হবে কবে? ভাবী প্রজন্মের তরে,
কেমন পৃথিবী রেখে যাও, যাবে? ভাবতে পারো ওরে!!!
মদীনা
০৩ টা ৫৬
১৬/০১/২০২৫ ইং