স্বাগতম! বন্ধু, নন্দিত নরকে,
ভূলের বেড়াজালে আছো কে?
তুমি না আমি ইনি, তিনি,
তর্কের সব পাঠ চুকে ফেলি।
চলো, ছিদ্রান্বেষী!
ছিদ্র খুঁজে ফিরি,
আর ফেরি করি।
এ ব্যবসা বড়ই রমরমা,
দিনে দিনে হয় জমা,
কে কী হয়, কার কী আছে নাই,
সঠিক বেঠিক, সত্য যাচাই!
কী প্রয়োজন এতো দেখার!
আমার আমি আছি,
ভালো আছি তাই,
ভালো থাকা চাই,
কার কী হলো,
দেখারতো সময় নাই!
অক্টোপাসের মতো,
আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরো,
মৃত্যু নয়, যন্ত্রণায় বাঁচো,
যন্ত্রণার নিয়ত বসবাস,
এটাই পৃথিবী কারো,
কারো ব্যস্ত সময়,
দুঃসময় কথা কয়,
কেউ হারে কেউ জিতে,
দুর্ভাগা কেড়ে নিতে।
হারেনি কভু হারেনা,
যারা জয়ী হতে পারেনা,
সেইতো হারে হায়!
যে হারিয়ে জিতে যায়!
এই হারা শেষ হারা নয়!
পরিনতির পরিনয়,
ওঁৎ পেতে রয়,
সময় ধীরে বয়!
সবার অভিশাপ কেনো,
হয় বিনিময়,
নিঃশব্দ নিঃসৃত,
নির্বাক নিশ্চয়,
অসহায় পরিচয়,
সততঃ সঙ্গী হয়!

আরিফ শামছ্
০২/১২/২০২১
হাতিরঝিল,
ঢাকা।