পান্থশালায় পথিক কেন?
পথ বাকি তোর আর কত?
পথের পরে পথ চলিবে,
সফল- বিফল, পথ রে শত।
ক্ষান্ত কেন পান্থ আজি,
মলিন বসন আঁকড়ে ধরে,
পানশালাতে নেশার ঘোরে,
পাবি কোথায় পথ খুঁজে!

ডাকছে তোরে,  হাঁকছে জোরে
কোথায় জাতির কান্ডারী?
বেহাল হয়ে, মাতাল হয়ে,
কোন তিমিরে পথ হারালি!
লাখে লাখে মারছে মানুষ,
পাষন্ড আর বর্বরে,
তাকিয়ে আছে, তোর পানে যে,
আছিস কিসে মত্তরে!

ঘর হারিয়ে, সব হারিয়ে,
প্রাণটি লয়ে কোনমতে,
বাঁচার আশায় পথ মাড়িয়ে,  
স্বাপদ-সংকুল বন পেড়িয়ে;
খোলা মাঠের দূর্বাঘাসে,
থামছে বাঁচার ত্রিপালে,
আশার নয়ন, সব প্রয়োজন,
খোঁজছে তোমায় চিত্তরে।

পথ দেখাবি, পথের খোঁজে,
থাকবি সদা অগ্রণী,
পথ চলাতে, সাহস পাবে,
সকল জনা তোর সাথী।
দেখবে স্বপন, বাঁচার তরে,
স্বাধীণ বেশে নিজদেশে,
আর কতকাল রয়বে বসে,
তোর আশাতে পথ চেয়ে!

চিত্তনাশা ঘোরের নেশা,
ওঠরে জেগে সব ছাড়িয়ে,
হৃদ-কাঁপানো, মরন বীণার,
বিষের সুর আর ঝংকারে।
এফোড়-ওফোড় দে করে দে,
পশুর-অশুর যত্তোরে,
স্বাধীণতার স্বাদ সাথে সার ,
বাঁধে যেন চিত্তরে।

আরিফ শামছ্  
সন্ধ্যা ০৬:৩০ মিনিট।
০৬/০৯/২০১৭ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
ভূঁইয়া বাড়ী, বাড়ী# ১২৩৪,
ওয়ার্ড# ১২, গ্রাম: ভাদুঘর,
পোষ্ট: ভাদুঘর-৩৪০০।
থানা:সদর,  জিলা: বি.বাড়ীয়া।