নিঃস্বচরিত
                            

বুকের ভেতর পড়ে আছে তোর জ্যান্ত জীবাশ্ম,
পুড়ে গেছে মোর সোনার হরিণ হয়ে গেছে ভস্ম।
তোর কথা গুলো বেঁচে আছে আজও হৃদয়ের আধারে ,
কথা গুলো আজও বেঁচে আছে তোর মোর মরা অধরে।
কতবার শুধু চেয়েছি তোকে,বাড়িয়ে দিয়েছি হাত ,
সে হাতেও তুই রেখেছিস হাত, সে হাত অজুহাত।
আর কত নিরাশ হব,আমি জন্ম হতেই নিঃস্ব,
থাকবার যদি কিছু থাকে,তা নিঠুর গোলক বিশ্ব।
আমার মতো ছিলাম আমি ছোট্ট একটা বৃত্ত ,
কেন হৃদয় উঠোনে এসে করেছিলি বৃথা নৃত্য ?
আমার বৃত্ত ভেঙে খানখান পাগল নৃত্য তালে ,
ছেড়ে দিবি যদি অগাধ জলে,তবে তুললি কেন জালে ?
আশার কুসুম দলেছিস মোর নিঠুর দুটো পায় ,
আমার কদম চাইবি বুকে একদিন শুধু হায়।
হাজার বছর বেঁচে থাক তুই,উঁচু হয়ে থাক নাক ,
তুই ইচ্ছে মতো বৃত্ত কেটে, ইচ্ছের ঘরে থাক।
                                                                   ------আরিফ শেখ