হয়তো এবার ছাড়তে হবে হাত
ঘনিয়ে সময় বৃদ্ধ আমার প্রেম
হৃদয় আমার ফ্যাকাসে লাল এখন
তুলি আমার আর করে না মাত
কান্না আমার কান্না হয়েই থাকে
নেইতো তাতে অন্য গুণাগুণ
চরগুলো সব মরুভূমির খোরাক
নেইকো জীবন,জীবন নদের বাঁকে
বদলে গেছে বদলানো সব কথা
সুখ গুলোতে অসুখ ধরেছে
মান ভাঙাতে অভিমানের  ছুরি
আর দেয় না কারোর বুকে ব্যাথা