ভীড়ের মধ্যে দাড়িয়ে নিঃসঙ্গ আমি
আর আমায় সঙ্গ দেবার চেষ্টা,

রুগ্ন শরীর, ভগ্ন হৃদয়,নগ্ন যখন আমার গা
মগ্ন আমি, লগ্নে স্মৃতির ,খুন মাখানো আমার ছা
একুশ ফেকুশ ফের এসেছে ,চল ভাই মঞ্চ সাজাই
এক-দেড় দিন পুজো সেরে, ফি বচ্ছর জলে ভাসাই
ছাল উঠে হাল বেহাল আমার, সভা যেন ফল মাকাল
ফাল চেরা খাল ঢাকতে গিয়ে, পর্যাপ্ত নালের আকাল
রঙ মেখে আজ সঙ্ সেজেছে, ভাং খেয়েছে বংভাষী
মায়ের কোলে জং ধরেছে মাসীর কোলে বঙ্গবাসী।