হাজারো উপমায় উপমিত আমি,
কোনো কোনো ছন্নছাড়া তো জননীও বলে ফেলে আমায়।
আমি সত্যিই যদি হতাম প্রাণবতী,
যদি সত্যিই থাকতো দুটো ডানা আমার,
ছেড়েছুড়ে চলে যেতাম তোমাদের,
শূন্যে ভাসতে তোমরা।
আমিও যে কারো শক্তসুতোর ঘুড়ি।
আমারই বুক থেকে তুলে বিষ,
আমাকেই করেছো বিষাক্ত।
নির্দ্বিধায় ধর্ষিত জননী তোমার।
তবুও পায়রার দল বোবা,
কলমচি এটেছে কলমের মুখ,
মুষ্ঠিবদ্ধ হাত পকেটে ঢোকানো,
আগুন জ্বলা চোখ,দৃষ্টিতে শুধু পায়ের নখই পোড়ে।