ভালোবাসা মানে কি?
খুব কাছাকাছি থাকতেই হবে দুজনের
আর আঙুলের ফাকে আঙুল ছোঁয়াতেই হবে,
হাঁটতে হবে মাইলের পর মাইল,
অপেক্ষার প্রহর গুনতেই হবে রাস্তার মোড়ে দাড়িয়ে।
কেনো আমি যে দূর থেকে তোমাকে দেখি
আমার ভাবনায় তোমাকে রাখি
আমার একাকীত্বে তুমি আমার সঙ্গি হও,
সেটা কে কি ভালোবাসা বলে না?
আচ্ছা সম্পর্কের পূর্ণতার নামই কি শুধু ভালোবাসা?
ভালোবাসা দুদিক থেকে হতেই হবে
তোমার প্রতি আমার দুর্বলতা সে বুঝি শুধুই ভালো লাগা ,
সেটা কি ভালোবাসা হতে পারে না?
নাইবা তোমার জন্য গোলাপ কিনলাম
তোমার কপালের এলোমেলো টিপটা ঠিক করে দিলাম,
হয়তো কখনো তোমার হাসির কারন হবো না
মন খারাপের বারন নাইবা হলাম,
তাই বলে আমার মনের অনুভূতিগুলো কি ভালোবাসা নয়।
ভালোবাসার তো নিজস্ব ধর্ম নেই
তার নেই কোনো সীমানা
শুধুই নানান রুপ।
আমার কাছে ভালোবাসা মানে
তোমার ভালো চাওয়া
আমার মনের ভালোলাগা ।