তোমার প্রতি আমার সমস্ত ঘৃণার মুক্তি আজ!
আজ ঘৃণা মুক্তির দিবস বলে আমি এই দিন টিকে ধার্য করলাম।
তুমি মুক্ত আমার প্রিয় প্রেমিকা,
"নুরুন্নাহার" আমি তোমাকে ভীষণ অনিশ্চিত ভাবে ভালোবাসতাম! আমার ভালোবাসায় কোনো নিশ্চয়তা ছিলো না, ছিলো না হারানোর কোনো ভয়, তবে অনিশ্চিত প্রেমও এতটা ভয়ংকর হতে পারে! তোমার সাথে দেখা নাহলে হয়তো অজানাই থেকে যেতো।