ভুলের মাঝ সাগর থেকে পারি দিচ্ছি,
তুমি চাইলে এখানে তোমার কিছু ভূমিকা রাখতে পারো।
আমিও চাই যে আমার প্রিয় একজন আমার ভুল সংশোধনে ভূমিকা রাখুক,
তাতে সেও একদিন বলতে পারবে আমি তোমায় প্রচন্ড ভালোবাসি।
তখন মানতে সহজ হবে আমার জন্য,
সময় আমাকে খুঁজে নিবে তার জন্য।
তার অস্তিত্ব হারাতে হবে কষ্ট।
আর তুমিও নিজেকে ভালোবেসো তোমার জন্য,
তাতে তোমার হবে প্রেমের অভাব পূর্ণ।
আমাকে তোমার স্বার্থে বেসো ভালো আমিও তাই করে নিবো,
আমারও কখনো হবে না প্রেমের অভাব।
যদি আমি পারি দিতে সক্ষম হয় নরক সাগর,
তাহলেই হবে দেখা তোমার সাথে,
তুমি তো থাকো সাগর পাড়ে।