আমার হৃদয়ের মাঝে ছোট্ট একটি কুড়ে ঘরে
তোমাকে বসিয়ে রেখেছি-স্বপ্নের রানি করে,
সাজিয়ে রেখেছি তোমার বসার দোলন,
স্বর্ণের প্রলেপে নয়, রক্তিম গোলাপের মাল্য দিয়ে,
তোমার মনের চোখ দিয়ে তা দেখে নাও।
তোমার কর্ণ রাখ আমার বুকের উপরে,
শুনতে পাবে “তোমায় ভালোবাসি” কথাটি,
উচ্চারিত হচ্ছে বারংবার স্পষ্ট শব্দলিলায়,
যা তোমার কর্ণে বাজবে হৃদয় স্পর্শের গান রূপে,
তোমার হৃদয় দিয়ে তা উপলব্ধি করে নাও।
শিশির কনা দিয়ে ঘাস ভিজিয়ে রেখেছি,
সেখানে এসে ঘাসের উপরে আলতো করে রাখ পা,
শিশির কনাগুলো আমার হয়ে তোমায় বলবে,
সু-স্পষ্ট ভাষায় অক্ষরমাল্য দিয়ে সাজানো কথাটি,
“ভালোবাসি-শুধুই ভালোবাসি তোমায়”।
আমার হৃদয়ের আয়না ঘরে, রেখেছি তোমায় সাজিয়ে,
স্বপ্নের রাজকন্যার সাজে, হীরের অলঙকারে,
আর তার-ই সাথে মৃদু বাতাসে খেলছে তোমার কেশ,
তাই তো প্রকৃতিও হার মানছে তোমার রূপের কাছে,
তোমার মনের চোখ দিয়ে তা দেখে নাও।