ইচ্ছে নদী আমি, জলে ভড়া আমার বুক
এদিক-সেদিক ছুটি আমি নিয়ম যে একটাই
খানিক সময়ে এদিকে ছুটি জল ভড়া বুকে
খানিক সময়ে ওদিকে ছুটি অর্ধ জল বুকে নিয়ে,
আমি যে ইচ্ছে নদী, ইচ্ছেটাই আমার এমন-ই।
জানো যে তোমরা সবাই, আমার দুটি পাড়
কখনো বুকের জল এপাড়েতে ফেলাই,
কখনো আবার ওপাড়েতে ফেলাই,
কখনো গড়াই কোনো কূল, কখনো বা ভাঙ্গি,
আমি যে ইচ্ছে নদী, ইচ্ছেটাই আমার এমন-ই।
আমার বুকে তোমরা চলো নিয়ে অনেক যান,
তোমার গন্তব্যে পৌঁছে দেই বুকে নিয়ে আমার,
কখনো বা লুকিয়ে নেই আমার বুকের মাঝে,
রাখতে তোমাদের সারা জীবন ধরে,
আমি যে ইচ্ছে নদী, ইচ্ছেটাই আমার এমন-ই।
বর্ষায় আমি ক্ষিপ্ত থাকি উচ্চ জল নিয়ে,
নিম্নচাপ আমায় রাগায় তাই এটা করি,
দোষ নয় এটা আমার গুণ বলতে পার-
সেই গুণেতেই ভাসিয়ে দেই অনেক কিছুই,
আমি যে ইচ্ছে নদী, ইচ্ছেটাই আমার এমন-ই।