আমাকে ভুল ভেবেছ তুমি,
আমার প্রতিটি পথ চলায়,
প্রতিটি কর্মের প্রতিটি পদে পদে,
ক্ষণে ক্ষণে তুমি আমায় ভেবেছ ভুল,
কিন্তু কেন? প্রশ্ন রাখলাম তোমার কাছে।
যখন আমি জোছনার আলোয়,
জোছনা স্নানে গিয়েছিলাম,
তখনও তুমি আমায় ভেবেছ ভুল,
কিন্তু কেন? প্রশ্ন রাখলাম তোমার কাছে।
বাগানে মাঝে ফুটে থাকা গোলাপ
তার সুবাস ছড়াচ্ছিল সকলের মাঝে
আমি তার থেকে একটি গোলাপ
নিয়েছিলাম নিজের হাতে, একার করে,
শুধু তার সুবাসটুকু একাই নিব বলে,
কিন্তু সেখানে তুমি ভুল ভেবেছ আমায়,
কিন্তু কেন? প্রশ্ন রাখলাম তোমার কাছে।
আমি তো জোছনা স্নানে গিয়েছিলাম,
শুধু আমার মনতৃপ্তির কারণে,
তার সাথে সঙ্গম করতে নয়...
মিলন মেলায় লিপ্ত হতে নয়,
নয় মালাবদলে।
এটাকি আমার ভুল ছিল, প্রশ্ন রাখলাম তোমার কাছে।।