যে চলে যাবার, যাক না চলে,
বাঁধা দিয়ে লাভ কি?
চলে গিয়ে যদি সুখি হয়, হোক না,
দোষকি তাতে? কৃপা কর।
তোমায় ব্যাথা দিয়ে যদি সুখি হয়,
হোক না সুখি, কৃপা কর।
যে চলে যাবার, যাক না চলে,
বাঁধা দিয়ে লাভ কি?
দুঃখ যে দিতে চায়, দেক না,
দোষ কি তাতে, কৃপা কর।
দুঃখ সইবার ক্ষমতা রাখ,
তবেই তো হবে মহৎ মানব,
মানবের অহংকার।