যখন এই পৃথিবীর আলো দেখেছি,
সেটা ছিল আমার জন্ম সময়,
সেদিন থেকে কয়েকটা বছর, আমি-
আমার জন্মদাতা-দাত্রীর সাহায্যে চলেছি।
তার কয়েকটা বছর পরে, আমি-
একা চলতে শিখেছি সকলের মাঝে,
পথ চলেছি, আমার কর্ম করেছি,
কারো সাহায্য ছাড়াই।
আমার শরীরে অনেকটা শক্তি ছিল,
যার দ্বারা আমি করেছি অনেক কর্ম-ভাল কিংবা মন্দ,
যেগুলো ছিল আমার দ্বারা হবার,
সেগুলোরই একমাত্র অধিকারী আমি।
আজ-আমার জন্মের পর থেকে, এই পৃথিবীতে
কেটেছে অনেকগুলো দিন-মাস-বছর,
তারই সাথে সাথে ক্ষয় হচ্ছে,
আমার দেহের সমস্ত শক্তি।
সময়ের সাথে সাথে একদিন, থামতে হবে আমায়,
চলতে পারবো না আর, হারিয়ে ফেলতে হবে আমার কর্মক্ষমতা,
সেটাই হচ্ছে ধীরে ধীরে, আর হবেই !
এটাইতো বিধাতা দিয়েছেন, তাঁর ছঁকে এঁটে।
তাই তো আমি বয়স কমার সাথে সাথে,
থেমে যাাচ্ছি আমার সব কার্যক্রমকে মিথ্যে করে,
“মিথ্যে” সবই মিথ্যে এই পৃথিবীর কার্যক্রম !
“সত্য” শুধুই একটি, যেটি বিধাতা রেখেছেন সকলের জন্য,
তাঁর ডাক, যা “মৃত্যু” বলে আখ্যায়িত।