মাঝে মাঝে মনে পড়ে,
স্মৃতি মাখা সেইসব দিনগুলোর কথা,
যখন এতো ব্যাস্ত ছিলাম না,
সেই সব দিনগুলোতে শুধু ছিল,
হাঁসি-আনন্দ আর বন্ধুদের আড্ডা।
রং মাখানো ছিলো প্রতিটি দিন-ক্ষণ,
মনের গভীরে ছিলো একরাঁশ আনন্দ,
ছিলো-না কোন দুঃখ-বেদনা,
সারাদিন ছিলো ঠোঁটের দু’কোনে মিষ্টি হাঁসি।

এখন সময় পেড়িয়েছে-বেড়েছে বয়স,
বেড়েছে জীবন নামক গাড়িটির গতি,
ব্রেকহীন জীবন নামক সেই গাড়িটিকে নিয়ে,
এখন ব্যাস্ত সময় কাটাই সারাক্ষণ।
সেই সব দিনগুলোকে ছেড়ে-
সময়ের সাথে সাথে আমি এক থেকে এখন দুই/তিনে,
মানে-সংসার নামক একটি অধ্যায়ে পা রেখেছি,
এ-নিয়েই এখন ব্যাস্ত সময় করছি পার,
তাই-তো মাঝে মাঝে মনে পড়ে,
স্মৃতিমাখা সে-সব দিনগুলোর কথা।