সেইতো এসেছ তুমি, একগুচ্ছ রজনিগন্ধা নিয়ে
আমার অন্ধকার ঘরে-
যেটা একদিন ছিল আলোয় ভরা, তোমার কারণে
চলে গিয়েছিলে তুমি তোমার হাতে গড়া আমার সংসার ছেড়েে
কারণটা ছিলে একটু অভাব আর কষ্ঠ।
কিন্তু বহুদিন পরে এ কি হলো তোমার,
আবার তো ফিরে এলে তুমি-সেই সংসারে
যখন সংসার আর সংসার নেই,
রূপান্তরিত হয়েছে অন্ধকারের কালো ছায়ায়,
বিষাদ আর যন্ত্রণায় ভরা ঘরের প্রতিটি কোণ,
যেখানে এতটুকুও আলোর ছোঁয়া নেই,
আছে শুধু তিক্ততা আর অতীতের সুমধুর স্মৃতি।
তাই প্রশ্ন তোমার কাছে-
কেন সেদিন তুমি চলে গিয়েছিলে আমায় ছেড়ে?
আর যখন চলেই গেলে তখন কেন ফিরে এলে,
এই অন্ধকার আর দুঃখের চাদরে ঘেরা সংসারে?
উত্তর নেই তোমার কাছে জানি-কিন্তু আমি বলতে পারি-
কারণ তুমিতো সেদিন সংসার ছেড়েছিলে-অধিক সুখের আশায়!
ধন-সম্পদ আর বিলাশিতার লোভে,
কিন্তু-!
সেখানে তোমার কিছুদিন কাটতে না কাটতেই
তোমার চোখের কালো আবরণটা কেটে যায়-
প্রশস্ত হয়ে যায় তোমার বোঝার ক্ষমতা,
মনের মঝে জেগে ওঠা সমস্ত লোভের অবসান ঘটে-
তবে কি জানো ! এটুকুই আমার শান্তি যে অবশেষে-
তুমি বুঝতে পারেছো যে প্রথমাই সুখ আর শান্তির নীড়।
(কাট-কপি পেস্ট করা যাবে না। লেখাটি সংশোধন যোগ্য)