বাবার হাত ধরে হাটতে শিখেছি কিনা, জানি-না
তবে- যখন আমি বুঝতে শিখেছি, দেখেছি তখন থেকে,
কত-কি-না করছে আমার জন্যে, আমায় মানুষ করবে বলে,
বুঝিনি তখন আমি তার কষ্টের মর্মতা।
বাবা-এখন নেই, চলে গেছেন বহু দূরে আমায় ছেড়ে,
হৃদয়টা আমার ক্ষত-বিক্ষত, বেদনায় কাতর আমি,
বুকের মাঝে চাপা খেয়ে আছে কষ্টের পাহাড়,
বাবার কথা মনে এলেই দু’চোখে অশ্রু গড়ায়,
স্তব্দ হয়ে যায় চারিদিক, বন্ধ হয়ে যায় পা চলা,
থামকে দাড়াই, অনেক বেদনা নিয়ে,
তুমি নেই, চলে গেছো বলে আমায় ছেড়ে।
পৃথিবীর বুকে আমাদের জন্য রেখে যাননি তেমন কিছু,
তবুও আমরা গর্বিত তারে নিয়ে, কেননা-
বাবা ছিল আমার মহান মানুষ-চন্দ্রাপবিত্র,
ঠকতেন নিজে অন্যকে হতে দিতেন জয়ী,
মনে ছিল সততা আর নিষ্ঠার অহংকার,
সৎ কর্মের কারণে হতেন তিনি জয়ী।
হাজারো মানুষের শ্রদ্ধাভাজন ছিলেন তিনি,
কেননা তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর,
তাইতো আমি আজ অংহকারী,
গর্বিত, তোমাদের থেকে বেশি।